Thursday, March 12, 2015

ঢাবিতে ছাত্রীদের তালাবদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

শীর্ষ নিউজ ডটকম,ঢাবি : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবশে যেতে না চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের বেশ কয়েকটি রুমে ছাত্রীদের তালাবদ্ধ করে রেখেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সমাবেশে যেতে অসম্মতি প্রকাশ করলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলা তার গ্রুপের কর্মীদের তালাবদ্ধ করেছে বলে জানা গেছে। হলের ১০৩,১০৫, ১০৯ ও ১১০ নম্বর রুমে ছাত্রীদের আটকে রেখে তালা লাগিয়ে দেয় এই নেত্রী। এই রিপোর্ট লেখা পর্যন্ত হলের ওই ছাত্রীদের রুম তালাবদ্ধ রয়েছে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে রাত ১টার দিকে হল সাধারণ সম্পাদক নাবিলা তার নিয়ন্ত্রিত কক্ষগুলোতে খবর দিতে থাকে। এসময় হলের বেশ কয়েকটি রুমের ছাত্রীরা সমাবেশে যেতে অস্বীকৃতি জানায়। এতে নাবিলা তাদের ওপর ক্ষিপ্ত হন এবং সবাইকে রুমে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। সারারাত তাদেরকে রুমের মধ্যে বন্দি অবস্থায় আটকে রাখে। এখন পর্যন্ত ওই রুমগুলো তালাবদ্ধ রয়েছে বলে জানা গেছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা তুল কুবরা বলেন, বিষয়টি আমি শুনেছি। সাধারণ ছাত্রীরা অভিযোগ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানিনা। তবে বিষয়টি অস্বীকার করে নাবিলা বলেন, হলে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। কাউকে এ জন্য কোন নির্যাতন বা আটকিয়ে রাখাও হয়নি। হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রিজোয়ানা রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে হলের ছাত্রীগের নেত্রীরা মিটিংয়ে বসেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, এ রকম কোন সংবাদ আমার কাছে আসেনি। আমি এর কিছুই জানিনা। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। শীর্ষ নিউজ ডটকম/সৈকত/জুনাইদ/নোমান - See more at: http://www.sheershanewsbd.com/2014/08/31/49676#sthash.JZw9F8tl.dpuf

No comments:

Post a Comment